Pdf ফাইল কাকে বলে?
অনলাইনে বা কম্পিউটারে ডকুমেন্ট ফাইল ফরম্যাটগুলোর মধ্য Pdf অত্যন্ত জনপ্রিয়। এর প্রধান কারণ পিডিএফ ফাইলে যেমন ডকুমেন্ট অবিকৃত অবস্থায় সংরক্ষণ করা যায়, তেমনি সবধরণের স্মার্ট ডিভাইসেই এটা খুব সহজে পড়া যায়। বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি কর্তৃক ডেভেলপ করা একটি ডিজিটাল ডকুমেন্ট ফাইল ফরম্যাট হচ্ছে, পিডিএফ।
Pdf এর ফুল মিনিং হচ্ছে Portable Document Format । মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর সাধারন ফাইলগুলো এডিট করা যায় কিন্তু Pdf আকারে কোন ফাইল সহজে এডিট করা সম্ভব নয়। Pdf ফাইলকে এডিট করতে চাইলে এগুলো অন্য ফরমেটে নিয়ে তারপরে এডিট করতে হয়।
Pdf টেক্সট এবং ইমেজের পাশাপাশি বাটন, হাইপার লিংক, এমবেডেড ফন্ট, ভিডিও সহ আরও নানা কিছু সংযুক্ত করার সুবিধা দেয়। ফলে ডকুমেন্ট হয় আরও প্রাণবন্ত।
একাধিক Pdf ফাইলকে একটি Pdf ফাইলে কনভার্ট / মার্জ করার নিয়ম হচ্ছে-
১। যে Pdf ফাইলগুলোকে আপনি একটি Pdf ফাইলে কনভার্ট / মার্জ করতে চাচ্ছেন ঐ Pdf ফাইলগুলোকে ১,২,৩… এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে Save করে নিতে
হবে। যে Pdf ফাইলটিকে শুরুতে দিতে চাচ্ছেন ঐ Pdf ফাইলটিকে ১ নম্বর এর পরে যেটিকে দিতে
চাচ্ছেন ঐ Pdf ফাইলটিকে ২ নম্বর এভাবে সিজিয়ে নিতে হবে।
২। এর পর
একটি ব্রাউজার Open করে নিতে হবে। এবং সার্চবারে Merge Multiple Pdf Into One লিখে
সার্চ দিতে হবে।
৩। এখনে অনেকগুলো Pdf ফাইলে কনভার্ট / মার্জ করার
Website আসবে, এগুলোর মধ্য থেকে Smallpdf এর
একটি Website ক্লিক করে প্রবেশ করতে হবে। এর পর Choose File এ ক্লিক করতে হবে।
৪। এর পর আপনি যে Pdf ফাইলগুলোকে কনভার্ট / মার্জ করতে চাচ্ছেন ঐ ফাইললোকে সিলেক্ট
করে Open অপসনে ক্লিক করে নিতে হবে।
৫। একটু লোড নিবে এর পর Merge File অপসনে ক্লিক করে
Choose অপসনে ক্লিক করে দিতে হবে।
৬। এবার Merge Pdf অপসনে ক্লিক করে দিতে হবে। এখন Download অপসনে ক্লিক করে দিলে আপনার Pdf ফাইলগুলো একটি Pdf ফাইলে কনভার্ট / মার্জ হয়ে যাবে।
1 মন্তব্যসমূহ
nice post, Pocket Router
উত্তরমুছুন